পলাশপোল পূজা মন্দির কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

ফিরোজ হোসেন : শ্রী শী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদরের পলাশপোল সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯ টায় পলাশপোল সার্বজনীন পূজা মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশপোল সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি শম্ভু কুমারদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যাপক ভূধর সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি বাবু বিশনাথ ঘোষ, কাউন্সিলর শে শফিক উ-দৌলা সাগর । পলাশপোল পূজা উদযাপন কমিটির সহ সভাপতি অসিত মল্লিক,অরবিন্দ মল্লিক, রবীন্দ্রনাথ ঘাষ,সাধারণ সম্পাদক ও ৯ নং আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, রুপ কুমার মন্ডল, প্রদীব কুমার বসু, নারান দাস,হারাধন ব্যানর্জী, সুখেন বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অরুন কান্তি সানা।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।