শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে- এড. মোহাম্মদ হোসেন

ফিরোজ হোসেন: পাটকেলঘাটায় পাটকেলশ্বরী কালিমন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় মন্দিরের সভাপতি চিত্তমজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , তালা-কলারোয়া ১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিমকোট ও হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা বাবু অণিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ সাধু,যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস কর্মকার,অর্থ সম্পাদক হারান পাল, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ বিশ্বাস, লোকনাথের পরিচালক পুলক পাল, বাবু নারায়ন চন্দ্র সাধু, স্বপন সাধু, ঈন্দ্রজীৎ সাধু, লোকনাথ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে সকল শ্রেনীর পেশার মানুষ কাধে কাধ মিলিয়ে বসবাস করেছে। দেশে কোন ধর্মের ভেদাভেদ নেই। বর্তমান সরকার ক্ষমতায় থাকায় সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আহবান জানান।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।