যশোর ব্যুরো: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও যশোর জেলা সভাপতি নিজামউদ্দিন অমিতের বাড়িতে বোমা হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
মঙ্গলবার রাত দশটার দিকে যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ায় তার বাড়ির পেছনে দুর্বৃত্তরা একটি বোমা নিক্ষেপ করলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয় বলে দাবি অমিতের।
তিনি বলছেন, বোমার শব্দে লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসেন। তবে কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেননি অমিত। ঘটনাটি তিনি কোতয়ালী থানার ওসি-কে জানিয়েছেন বলেও জানান।
এ ব্যাপারে কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) শামসুদ্দোহা সাংবাদিকদের জানান, এমন খবর তার কাছে নেই। তিনি থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
আবুল বাশার জানান, ‘এমন ঘটনা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।’#
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …