সারাদেশে বজ্রপাতে ৪ জন নিহত   

 ডেস্ক: সুনামগঞ্জ, দিনাজপুর ও বাগেরহাটে বজ্রপাতে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও   কয়েক জন।
আজ বুধবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে পৃথক বজ্রাঘাতে দুইজন নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১২টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৫) ও পিরোজপুর জেলার কাঁঠালবাড়ি এলাকার আইনুল হকের ছেলে মামুন মিয়া (২৮)।
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুন পিরোজপুর থেকে ছাতকে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।
প্রায় একই সময় ছাতক পৌর শহরের লাফার্জ-সুরমা সিমেন্ট ফ্যাক্টরি ঘাট এলাকায় সুরমা নদী থেকে পাথর তোলার সময় বজ্রপাত হলে মামুন মারা যান বলে জানান ওসি আতিকুর রহমান।
অপর দিকে হৃদয় নিজেদের বাড়ির পাশে হাওরে জাল দিয়ে মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন।
উপজেলার আস্করপুর ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান।
মৃত শাহাদৎ হোসেন (১৮) ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
তৈমুর রহমানকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান জিয়াউর গণমাধ্যমকে বলেন, শাহাদৎ ও তৈমুর দুপুরে বাড়ির পাশে মাঠে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদৎ মারা যায়।
পরে তৈমুরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
দিনাজপুর সদরে শাহাদত হোসেন নামে একজন যুবক বজ্রপাতে নিহত হয়েছে। আহত হয়েছেন আরেকজন।
নিহত শাহাদত হোসেন (৩৫) দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের স্বরসতিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত তৈয়বুর রহমান একই এলাকার শরিফউদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে বৃষ্টিপাতে স্বরসতিপুর গ্রামের জমির আইল দিয়ে বাড়ি ফিরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউপি’র ৩ নং ওয়ার্ড মেম্বার মোতাহার হোসেন জানান, বুধবার দুপুরে বৃষ্টির সময় পুলহাট থেকে বাড়ি ফিরছিল শাহাদত হোসেন। গ্রামের জমির আইল দিয়ে আসার সময় বজ্রপাত হলে সে মারা যায়। এসময় তার চেয়ে একটু দুরে থাকা তৈয়বুর রহমান আহত হয়। আহত তৈয়বুর রহমানকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে বিপুল হালদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিপুল একই গ্রামের বিমল হালদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তপু বিশ্বাস গণমাধ্যমকে জানান, দুপুরে বৃষ্টির মধ্যে গোয়ালঘরের পাশে গরুকে ঘাস দেয়ার সময় বজ্রপাতে আহত হন বিপুল। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।