নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার মাধবকাটি দাখিল মাদ্রাসার শ্রেণি কক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে তা নিশ্চিত করা যায়নি। নিহত গৃহবধূর নাম রেখা খাতুন (৩২)। মাধবকাটি গ্রামের মিলন হোসেনের স্ত্রী তিনি। তাদের বাড়ির পাশেই মাধবকাটি দাখিল মাদ্রাসা।
সদর থানার উপ-পরিদর্শক ফাতেউর রহমান জানান, খবর পেয়ে তিনি সেখানে পৌছানোর পর তার লাশটি নামানো হয়। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা তিনি তাৎক্ষণিকবাবে নিশ্চিত করতে পারেননি।
প্রতিবেশিরা জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দিলে স্থানীয়রা তা মিটিয়ে দেন। পরে তারা স্বামী স্ত্রী তিন মাস আগে ঢাকা চলে যান।
উপ-পরিদর্শক আরও জানান, ঢাকা থেকে ১৫ সেপ্টেম্বর রেখা ও তার স্বামী মিলন গ্রামে ফিরে আসেন। এরপর রাতে তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। রেখার আগের স্বামীর পক্ষের দুটি ছেলে-মেয়ে রয়েছে। ময়না তদেন্তর জন্য রেখার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …