জাতীয় ঐক্যের নামে নৌকার বিজয় ঠেকানো যাবে না : এমপি নাবিল

ক্রাইমবার্তা  রির্পোটঃ  যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যের নামে কোনো চক্রান্তকারী নৌকা মার্কার বিজয় রুখতে পারবে না। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও ক্ষমাতায় আসবে উন্নয়নমুখী গণতন্ত্রের দল আওয়ামী লীগ। সোমবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সকল নেতা-কর্মীকে সজাগ থেকে দলের ভিতরে ও বাইরে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার আহবান জানান।
সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনের সভাপতিত্বে দোরাস্তার মোড়ে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ও জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোহর আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, যুগ্ম আহবায়ক মাযহারুল ইসলাম, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার প্রমুখ। কর্মী সমাবেশের আগে ছাতিয়ানতলা বাজার থেকে সুড়া-কামারগন্যা পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন এমপি নাবিল আহমেদ।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।