ক্রাইমবার্তা রির্পোটঃসাতক্ষীরা বুক হাউজ থেকে সাড়ে চারশ’ পিস ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বইগুলো জব্দ করেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, সাতক্ষীরার আহছানিয়া রোডের সাতক্ষীরা বুক হাউজের স্বত্ত্বাধিকারী শফিউল্লাহ ভুইয়া সাগর ও নাসিরউদ্দীন ভুইয়া সরকারি পাঠ্যবই লাইব্রেরীতে মজুদ রাখা দ-নীয় অপরাধ হওয়া সত্ত্বেও ওই লাইব্রেরীতে বই মজুদ রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন লাইব্রেরিতে অভিযান পরিচালনা করেন। এসময় লাইব্রেরি থেকে সাড়ে চারশ’ পিস পাঠ্যবই উদ্ধার করেন টাস্কফোর্সের কর্মকর্তারা। পাঠ্যবইগুলো ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই বলে জানা গেছে। এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় বলেন, বইগুলো সাতক্ষীরা বুক হাউজ থেকে আটক করা হয়েছে। তবে মালিকপক্ষ দাবি করেছে, পাশের জেলা খুলনার কয়রা উপজেলার জন্য বইগুলো বরাদ্দকৃত। তাদের দাবির স্বপক্ষে টেন্ডারপ্রাপ্তির কাগজপত্রাদি দেখাতে পারলে জব্দকৃত বইগুলো ফেরত দেয়া হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …