যশোর বিএমএ’র আয়োজনে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপৌট  :যশোর :   যশোর বিএমএ’র আয়োজনে ‘বিষন্নতা এবং উদ্বেগের কারণে মানুষের জীবন যাপনের ওপর পড়া নানা প্রভাবের ও তার অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ে শনিবার বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিসিটিএস মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে যশোর বিএমএ’র সভাপতি ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের উপ-পরিচালক ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডাক্তার ফারুক আলম।
বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডাক্তার মেখালা সরকার।
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাক্তার এএইচএম আব্দুর রউফের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ডাক্তার এম এ বাশার। সম্মেলনের মূল বিষয় নিয়ে বক্তৃতা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ।
সম্মেলনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডাক্তার গিয়াস উদ্দীন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এম এ শামসুল আরেফিন, যশোর মেডিকেল কলেজ হাসপা

যশোর বিএমএ’র আয়োজনে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

তালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাক্তার আব্দুস সামাদ, ডাক্তার আব্দুল হাই, কুষ্টিয়া ম্যাটসের সহকারী পরিচালক ডাক্তার এবিএম আলী আহসান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রহিম মোড়ল, ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, সহযোগী অধ্যাপক ডাক্তার গোলাম ফারুক, ডাক্তার অজয় কুমার সরকার,  বিএমএ’র সহ-সভাপতি ডাক্তার নাসিম রেজা, সহকারী অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম, ডাক্তার আমিনুর রহমান, জুনিয়র কনসালটেন্ট হাসান আব্দুল্লাহ, ডাক্তার তৌহিদুল ইসলাম, ডাক্তার  শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কিবরিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ আহমেদ, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহীন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুরুল মুরশিদ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার ফখরুল আহসান প্রমুখ।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।