প্রধানমন্ত্রী হওয়ার প্রক্রিয়ায় আনোয়ার ইব্রাহিম!

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:  মালয়েশিয়ায় উপ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম। শনিবার নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।

উপকূলীয় শহর পোর্ট ডিকসন আসনের জন্য লড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী। উপ নির্বাচনে ছয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। জয়ী হলে পার্লামেন্টে এমপি হিসেবে প্রবেশের সুযোগ পাবেন আনোয়ার ইব্রাহিম। এর ফলে প্রধানমন্ত্রী হওয়ার পথে আনোয়ার ইব্রাহিম আরও একধাপ এগিয়ে যাবেন।

বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমেই মূলত আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার প্রক্রিয়া শুরু হলো।

চলতি বছর মে মাসে দেশটির নির্বাচনের আগ-মুহূর্তে জোট বাধেন মাহাথির ও কারাবন্দি ইব্রাহিম। শর্তই ছিলো জয়ের পর তাকে সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্তি দেবেন প্রধানমন্ত্রী।

আর সংবিধান মেনেই দু’বছরের মধ্যে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর করবেন মাহাথির মোহাম্মদ। সে লক্ষ্যেই এগোচ্ছে রাজনৈতিক কর্মসূচি।

২০১৫ সালে সমকামিতার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একসময়ের সহযোগী আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চলতি বছরের মে মাসে রাষ্ট্রীয় আদেশে মুক্তি পান দেশটির জনপ্রিয় এ নেতা।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।