নাটোর প্রতিনিধি
নিখোঁজ হওয়ার দুইদিন পর নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুলাল চন্দ্র প্রামাণিক (৪৫) নামে এক ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বামনগ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল চন্দ্র একই উপজেলার পূর্ব মাধনগর গ্রামের হারান চন্দ্র প্রামাণিকের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ উজ্জ্বল হোসেন জানান, দুলাল রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন রাত ৮টা পর্যন্ত তাকে মাধনগর বাজারে দেখা গেছে। পরে তীতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রীর ভাড়া নিয়ে তিনি বাসুদেবপুরের উদ্দেশে রওনা হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি দুলাল। এদিকে, অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সোমবার (০১ অক্টোবর) দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী কল্পনা রানী। পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বামুনগ্রামের একটি কলাবাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তিনি আরো জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটির জন্য তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …