বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: শ্রিংলা

ক্রাইমবার্তা রিপোটঃ    জাতীয় সংসদ নির্বাচনসহ অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভারতীয় অর্থায়নে মহাত্মা গান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এটি ভারতের কোনো নির্বাচন নয় উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে উন্নয়নের নানা ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। ভারত সবসময় বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। সে হিসেবে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে ভারত।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ভারত চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা নিরাপদে মিয়ানমারে ফিরে যাক। সকল মৌলিক অধিকার ভোগ করুক। রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ভারত বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমি আশা করছি আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদে তাদের অবস্থানে ফিরিয়ে দিতে হবে। রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত তিন দফায় তাদের মানবিক সহায়তা প্রদান করেছেন। আমাদের এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। আমরা আগামী শীতে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্যে গরম কাপড়ের ব্যবস্থা করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শামছুল হক ভুইয়া, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।