সাতক্ষীরায পূজাকে ঘিরে কোন আশংকা নেই: পুলিশ সুপার সাজ্জাদুর রহমান

ক্রাইমবার্তা রিপোটঃ   সাতক্ষীরা:  শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ।মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ, সিনিয়র সহকারি পুলিশ সুপার অপু সারোয়ার, সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবীর, স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মো. আজম খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেম, ট্রাফিক ইন্সপেক্টর মোমীন হোসেন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, দীনবন্ধু মিত্র, কিরণময় সরকার, স্বপন কুমার শীল, রবীন্দ্রনাথ বিশ্বাস, সিদ্ধেশ্বর চক্রবর্তী, রামপদ দাশ, নারায়ন মজুমদার, মিলন কুমার, সমীর কুমার বসু প্রমুখ।

সভায় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, “পূজা উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য বারের চেয়ে এবারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী। পূজায় পুলিশ-র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তায় কাজ করছে পূজা কমিটির নিজস্ব ভলান্টিয়াররাও। পূজাকে ঘিরে হামলার কোনো আশংকা নেই। এরপরেও যদি কোন আশংকা থাকে সরাসরি ০১৭১৩-৩৭৪১৩৫ নাম্বারে জানাবেন। ইতোমধ্যে অনেক পূজা মÐপ সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।