সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ: রাষ্ট্রদূত

ক্রাইমবার্তা রিপোট: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক সাংবাদিকদের আরও বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন বিষয়ে অভিজ্ঞ দুজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে। তারা রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। জনবহুল বাংলাদেশে একই দিনে তিনশ’ আসনে নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই দিনে এত মানুষের ভোট একটা বড় চ্যালেঞ্জ। তবে এদেশে এই চর্চাটা আগে থেকেই রয়েছে।

তিনি জানান, নির্বাচনে কোনও ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ইইউ তা কূটনৈতিকভাবে করতে প্রস্তুত রয়েছে

Check Also

‘আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনো অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। সেজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।