ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: হেলপারকে বাস চালাতে দেওয়ায় সাতক্ষীরায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তালা উপজেলার জালালপুরের হাতেম আলীর মেয়ে নাজমা খাতুন (৫৫) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত রাখা চন্দ্র সাহার ছেলে সমীর সাহাকে (৪৫) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি চুকনগরে পৌঁছালে বাসের চালক হেলপারকে বাস চালাতে দিয়ে নেমে যান। হেলপার বাসটি চালিয়ে সাতক্ষীরায় নিয়ে আসছিলেন। পথে বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছার পর হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে উদ্ধার কাজ শেষ হয়েছে। আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …