শুকিয়ে যাওয়া দানিউব নদী থেকে মিলছে হাজারো সোনা ও রুপার মুদ্রা

 আনন্দবাজার : হাঙ্গেরির দানিউব নদীতে তেমন পানি নেই। প্রায় শুকিয়ে গেছে। আর সেখান থেকেই প্রত্নতত্ত্ববিদরা পেলেন দুই হাজারের বেশী মুদ্রা। ফেরেঞ্জি মিউজিয়ামে কর্মরত প্রত্নতত্ত্ববিদ কোভাস জানান, হাজারো মুদ্রা ছাড়াও ওই নদীতে মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি। প্রাচীন এত মুদ্রা পেয়ে ব্যাপক খুশী সেখানকার গবেষকেরা। আরেক প্রত্নতত্ত্ববিদ বালজ নাগি বলে, শুকিয়ে যাওয়া নদীতে পাওয়া মুদ্রাগুলোর ৯০ শতাংশই ১৬৩০-১৭৪৩ সালের। নেদারল্যান্ডে তৈরি হয়েছিলো মুদ্রা গুলি। এছাড়া ফ্রান্স জুরিখ ও ভ্যাটিক্যানের মুদ্রাও আছে।

দানিউবের পাশে বুদাপেস্টের প্রাচীন সেতুর ধ্বংসাবশেষ ও দেখা যায়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নাৎসিদের হামলায় ধ্বংস হয়েছিল এটি বলে জানানো হয়। তার পাশেই মিলেছে এই গুপ্তধন।

২২ কারাটের হাঙ্গেরিয়ান মুদ্রা ছাড়াও ফ্রান্সের মুদ্রাগুলি যে ১৬০০ শতকে ষোড়শ লুইয়ের আমলে তা নিশ্চিত করেছেন সেখানকার গবেষকেরা। সর্বপ্রথম একজন প্রতœ তত্ত্ব বিদ  মেটা ডিটেক্টরের মাধ্যমে এই গুপ্তধনের সন্ধান পান।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।