ক্রাইমবার্তা রিপোট: মানহানি মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন রংপুর আদালত।আজ রোববার দুপুর ২টার দিকে এ আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা।
আজ দুপুর সাড়ে ১২টায় তাকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। দৈনিক ‘আমাদের নতুন সময়’ ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।
ওই মামলার জামিনের শুনানিতে আজ তাকে আদালতে হাজির করা হয়।
দুপুর সাড়ে ১২টায় আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনকে নেওয়ার সময় এবং দুপুর ১টা ২০ মিনিটে জামিন শুনানি শেষে নিয়ে যাওয়ার তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এসময় সেখানে উপস্থিত বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ও আদালত চত্বরে হট্টোগোল বাঁধে।
পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ১০টায় আদালত চত্বরে অবস্থান নিয়ে রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করে।