পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটায় বাড়ির ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, থানার কুটিঘাটা গ্রামের মতিয়ার রহমানের(অব:বিডিআর) একমাত্র পুত্র দশম শ্রেনির ছাত্র শামীম হোসেন(১৬) গত শনিবার সরুলিয়া প্রাইভেট শিক্ষকের নিকট পাইভেট পড়ছিল। এ সময় দুই বন্ধু শামীম ও মুজাহিদ ধরাধরি খেলা করছিল অসাবধনতা বসত তারা ছাদ থেকে পড়ে যায়। আহত অবস্থায় শামীমকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে গতকাল রবিবার রাত ১টার দিকে শামীমের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে স্কুলের শিক্ষক, সহকর্মীদের মধ্যে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …