নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ইউপি চেয়ারম্যানে উপস্থিতিতে সালিশি বৈঠকে গ্রামপুলিশকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ বিষয়ে রবিবার বিকাল ৩টার দিকে সালিশি বৈঠকে লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান নুরুল ইসলামের নির্দেশে লাঙ্গলঝাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে গ্রামপুলিশ জাকির হোসেন একই গ্রামের মৃত নূর বক্সের ছেলে নজরুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এ ঘটনায় নজরুলের ছেলেরাসহ কয়েকজন সংক্ষুব্ধ হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামপুলিশ জাকিরকে মারপিট করে। পরে আহতাবস্থায় তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …