ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ মনোনয়নপত্র কিনতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন তিনি।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করে আসেন।
গণভবন থেকে গিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র কিনবেন মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম এ অধিনায়ক।
শনিবার মাশরাফি ছাড়াও জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান নির্বাচনে লড়ছেন বলে জানা যায়। তবে পরে জানা যায় সাকিবকে দেশের স্বার্থে খেলায় আরো থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার রাতে সাকিব আল হাসান জানিয়ে দেন, তিনি নির্বাচনে নামছেন না। আর আজ রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’
এছাড়া, মাশরাফি মনোনয়নপত্র কিনবেন বলেও জানান ওবায়দুল