হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
কালিগঞ্জে সহিংসতা রোধে ১৬ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ নাভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানমের সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিষ্ণপুর ইউপি সদস্যা লাইলী পরিভীন, ইউপি সদস্য হামিদা সুলতান, সাবেক ইউপি সদস্য জবেদা খানম প্রমুখ। ২৫ নভেম্বর আর্ন্তজাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস থেকে ১০ ডিসেম্বর ১৬ দিন ব্যাপী জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ কর্মসূচি সারা বিশ্ব ব্যাপী পালন করা হয়। এটি নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা রোধে একটি আর্ন্তজাতিক ক্যাম্পোইন। নবযাত্রা কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিষয় ভিত্তিক এ কর্মসূচি পালনে ব্যাপক উদ্দ্যোগ গ্রহন করেছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …