যশোর-৪ বাঘারপাড়া-বসুন্দিয়া-অভয়নগর আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন টিএস আইয়ুব

তরিকুল ইসলাম তারেক, যশোর: ৮৮ যশোর-৪ আসনে (বাঘারপাড়া-অভয়নগর ও সদরের বসুন্দিয়া) ধানের শীষ প্রতীক পেয়েছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। সোমবার দিনগত মধ্যরাতে তিনি নিজে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন।
যশোর-৪ আসনে যে বিএনপি থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা সভাপতি টিএস আইয়ুব মনোনয়ন পাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। ছিল শুধু ঘোষণার অপেক্ষা।
এবারের নির্বাচনে টিএস আইয়ুবকে লড়তে হবে বর্তমান সংসদ সদস্য রণজিতকুমার রায়ের বিরুদ্ধে। আওয়ামী লীগের এই প্রার্থী শাসক ১৪ দলীয় জোটের নৌকা প্রতীক পেয়েছেন। এই দুই প্রার্থী ২০০৮ সালের নির্বাচনেও মুখোমুখি হয়েছিলেন। সেবার নৌকার জোয়ারের মধ্যেও অল্প ভোটে জিতেছিলেন রণজিত।
এবার এই আসন থেকে লড়তে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি ইকবাল কবির জাহিদ।
প্রার্থী হিসেবে মাঠে আসার সম্ভাবনা রয়েছে জেনারেল এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদের। প্রার্থী হওয়ার আশায় সম্প্রতি তিনি বিকল্পধারায় যোগ দিয়েছেন। #

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।