যশোর ব্যুরো: পূর্ব শত্রুতার জের ধরে যশোর শহরে প্রকাশ্যে দিবালোকে পাপ্পু (২১) নামে এক যুবক খুন ও তার ভাই দীপু (২৪) গুরুতর আহত হয়েছেন।
তারা যশোর শহরের খালধার রোড এলাকার জিল্লুর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজারের মাছবাজার এলাকায় অনেক লোকের সামনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, শহরের খালধার রোড এলাকার হবির ছেলে মাদক ব্যবসায়ী অপুর নেতৃত্বে কয়েকজন দীপুর মোবাইল ফোন লোড দেওয়ার দোকানে আসে। এরপর তারা দীপুকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ওইসময় খবর পেয়ে পাপ্পু ঠেকাতে এলে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে তার বুকের বামপাশে কোপ দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অপারেশন থিয়েটারে নেওয়ার সময় পাপ্পু মারা যান।
দাদি সুফিয়া খাতুন সাংবাদিকদের বলেছেন, ‘বড়ভাইকে সন্ত্রাসীরা মারধর করছে- এমন সংবাদ পেয়ে পাপ্পু তাকে ঠেকাতে যায়। এরপর শুনি পাপ্পুকে খুন করে ফেলেছে সন্ত্রাসীরা।’
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক আব্দুর রহিম মোড়ল জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণের কারণে ছেলেটির মৃত্যু হয়েছে। আহত যুবকের শরীর থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
জানতে চাইলে যশোরে কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান সাংবাদিকদের বলেন, নিহত ও আহতদের সঙ্গে স্থানীয় লোকজনের পূর্বশত্রুতা ছিল। আজ সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত ও তার ভাই আহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে পেরেছে; তাদের আটকে অভিযান শুরু হয়েছে।#
Check Also
আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী
আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …