ঘর ছাড়া যশোরের বিএনপি নেতাকর্মীরা

যশোর ব্যুরো: জেলার শহর এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারছেন না বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
আজ সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সম্ভাব্য প্রার্থী ও নেতারা বলেন, তফসিল ঘোষণার পরও যশোরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের গায়েবি মামলা, আটক, হুমকি-ধামকি অব্যাহত রয়েছে।
নেতারা বলেন, যশোর জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে। তারা বিএনপি নেতাকর্মীদের কাছে মোটা টাকা দাবি করছে। বলছে, টাকা না দিলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। টাকা দিতে রাজি হলে পেন্ডিং নাশকতা মামলা দেওয়া হচ্ছে। হুমকি-ধামকি দিয়ে বিরোধী নেতাকর্মীদের বাড়িছাড়া করছে শাসক দলের সন্ত্রাসীরাও।
দলটির নেতারা দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ কোনোমতেই লেভেল প্লেয়িং ফিল্ডের ধারেকাছে আসেনি বলে মন্তব্য করেন। বলেন, সিইসি সরকারের ইচ্ছা পূরণ করছেন। তা সত্ত্বেও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে।
তারা তফসিল ঘোষণার পরে যশোরের কয়েকটি ঘটনা উল্লেখ করেন। বলেন, শার্শায় গত ১ ডিসেম্বর বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ১৩ জনকে।
‘এর আগে নির্বাচনে বিএনপির যেসব নেতা-কর্মী পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন, তালিকা ধরে ধরে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে। কোন মামলা না থাকা সত্ত্বেও এসব নেতা-কর্মীরা বাড়িতে এমনকি এলাকায়ও থাকতে পারছেন না,’ অভিযোগ করেন নেতারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্টভাবে এসব অভিযোগ আজ (সোমবার) সকালে যশোরের পুলিশ সুপার মইনুল হককে জানানো হয়েছে। পুলিশ সুপার তাদের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনের পর নেতারা একই অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলতে রওনা হন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, নগর সেক্রেটারি মুনির আহমেদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।#

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।