আপিলেও বাদের খাতায় যারা

ক্রাইমর্বাতা রিপোট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি চলছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল হুদার আবেদনের শুনানির মাধ্যমে কমিশন এ কার্যক্রম শুরু করে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করছেন। প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সঙ্গে সঙ্গেই রায় জানিয়ে দিচ্ছে কমিশন।

শুনানির প্রথম দিনে বেশ কয়েকজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আবার আপিলেও ব্যর্থ হয়েছেন অনেকে। নির্বাচন কমিশনের চূড়ান্ত রায়ে বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।

বাদের খাতায় যারা

ঢাকা-১৪ সাইফুদ্দিন আহমেদ

ঢাকা-১ মো. আইয়ুব খান

খাগড়াছড়ি-১ আবদুল ওয়াদুদ ভূঁইয়া

ঝিনাইদহ-১ মো. আবদুল ওয়াহাব

বগুড়া-৪ মো. আশরাফুল হোসেন আলম

সাতক্ষীরা-২ মো. আফসার আলী

চাঁপাইনবাবগঞ্জ-২ মো. তৈয়ব আলী

ঠাকুরগাঁও-৩ এসএম খলিলুর রহমান

মাদারীপুর-৩ মোহাম্মদ আবদুল খালেক

দিনাজপুর-২ মোকারম হোসেন

দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর-১ মো. পারভেজ হোসেন

পাবনা-৩ মো. হাসাদুল ইসলাম

ফেনী-১ মিজানুর রহমান

কিশোরগঞ্জ-৩ ড. মিজানুল হক

ময়মনসিংহ-৪ আবু সাঈদ মহিউদ্দিন

নেত্রকোনা-১ মোহাম্মদ নজরুল ইসলাম

খুলনা-২ এসএম এরশাদুজ্জামান

নাটোর-১ বীরেন্দ্রনাথ সাহা

বগুড়া-৩ মো. আবদুল মুহিত

রাঙামাটি : অমর কুমার দে

হবিগঞ্জ-২ মো. জাকির হোসেন

সাতক্ষীরা-১ এএম মুজিবর রহমান

মাদারীপুর-৩: আবদুল খালেক

রাঙামাটি: অমর কুমার দে

দুপুর ১২টা নাগাদ ৫০ জনের আপিলের আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে কমিশন ১৫ মিনিট বিরতিতে যায়।

বিরতির পর ৫০-১০০ নম্বর সিরিয়ালের প্রার্থীদের আবেদনের শুনানি হবে। আবেদনের সময় প্রার্থীরাও উপস্থিত রয়েছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারা দেশে ৭৮৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তারা। এদের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন।

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন ৫৪৩ প্রার্থী। প্রথম দিনে ৮৪, দ্বিতীয় দিনে ২৩৭ ও তৃতীয় দিনে ২২২টি আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়ে। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেননি ২৪৩ প্রার্থী।

আজ থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হচ্ছে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম শেষ হবে শনিবার।

বৃহস্পতিবার ১-১৬০ পর্যন্ত আপিলের নিষ্পত্তি করা হবে। এ ছাড়া শুক্রবার ১৬১-৩১০ পর্যন্ত আর ৩১১-৫৪৩ পর্যন্ত বাতিল হওয়া মনোনয়ন প্রার্থীর আপিলের নিষ্পত্তি করা হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ক্রমিক অনুসারে আপিলের নিষ্পত্তি করা হবে। আপিলের ফল সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে। কোনো প্রার্থীর আপিল গ্রহণ করা হলে, তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দেয়া হবে।

নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর ভোট হবে। গত ২৯ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর গত রোববার মনোনয়নপত্র বাছাই করা হয়।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।