জাপার নয়া সিদ্ধান্ত এরশাদের পরেই হাওলাদার

ক্রাইমর্বাতা রিপোট: জাতীয় পার্টি (জাপা)-এর প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী নিয়োগ করেছেন।

শনিবার রাতে হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালি এ তথ্য নিশ্চিত করেন। এখন থেকে জাপা চেয়ারম্যানের অনুপস্থিতে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।

তাঁর পদমর্যাদা হবে পার্টির চেয়ারম্যানের পরে তথা দ্বিতীয় স্থান। জাপার গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।