খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-আগুন: ব্রাশফায়ারে নিহত ২

ক্রাইমবার্তা:ঢাকা : খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক নির্মাণ শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের নাম চিক্কু চাকমা (২৫) বলে জানা গেছে। অপরজন একজন নির্মাণ শ্রমিক।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা জানান, সোমবার সকালে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ে আগুন দেয়া হয়।

এরপর সন্ত্রাসীরা নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে জনমনে ভীতি সঞ্চার করতে ব্রাশফায়ার করে।এতে দুইজন নিহত হয়।

জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে ভীতি সৃষ্টি করার লক্ষ্যে জেএসএস এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন মাইকেল চাকমা।

পানছড়ি থানার ওসি মো. নুরুল আলম বলেন, ব্রাশফায়ারে দুজন নিহতের খবর শুনেছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে।

স্থানীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পানছড়ি থানা পুলিশ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।