ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা-১ আসনের পাটকেলঘাটায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পাটকেলঘাটা ওভার ব্রিজের পাশে অবস্থিত এ নির্বাচনী কার্যালয়ে এ ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু জানান, রাতে দলীয় কাজ সেরে নেতাকর্মীরা কার্যালয় থেকে নিজ নিজ বাড়ি চলে যায়। এসময় কে বা কারা এসে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বিএনপি জামায়াতের শতাধীক ব্যক্তিকে আসামী কের একটি মামলা দায়ের করা হেয়েছ।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …