সাতক্ষীরায় আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ: মামলা দায়ের

ক্রাইমর্বাতা রিপোট:  সাতক্ষীরা: সাতক্ষীরা-১ আসনের পাটকেলঘাটায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পাটকেলঘাটা ওভার ব্রিজের পাশে অবস্থিত এ নির্বাচনী কার্যালয়ে এ ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু জানান, রাতে দলীয় কাজ সেরে নেতাকর্মীরা কার্যালয় থেকে নিজ নিজ বাড়ি চলে যায়। এসময় কে বা কারা এসে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বিএনপি জামায়াতের শতাধীক ব্যক্তিকে আসামী কের একটি মামলা দায়ের করা হেয়েছ।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।