বিএনপির সিদ্ধান্তেই শপথ নেব না, সংসদে যাব না: হারুন

ক্রাইমর্বাতা রিপোট: বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, এই নির্বাচন পুরোপুরি একটি প্রহসনের নির্বাচন। বিএনপি তথা ঐক্যফ্রণ্টের সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা শপথ নেব না। সংসদে যাব না। নিজে নির্বাচিত হলেও দলের ও জোটের সিদ্ধান্তের বাইরে আমার কোনো মতামত নেই।

মঙ্গলবার দুপুরে ভোট পরবর্তী নিজের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা হারুনুর রশীদ এ কথা বলেন।

বিএনপি নেতা হারুনুর রশীদ বলেন, এটা আবারো প্রমাণিত হল যে এ সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে এবারের নির্বাচনে আমাদের হারানো হয়েছে।

তিনি আরও বলেন, এ নির্বাচনের ফলাফল মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি করেন।

হারুন আরও বলেন, পূর্ব-পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ভোট ডাকাতি হয়েছে। তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে। ভোট, কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়েছে। ভোট পরবর্তী গত দুদিনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাট ও আগুন দেয়া হচ্ছে।

এ অরাজকতার মধ্যে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ আচরণ করছেন। তিনি সচেতন দেশবাসীকে এই স্বৈরাচারী সরকারকে প্রত্যাখান করার আহ্বান জানান।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।