সড়কে ঝরে গেল ৫ প্রাণ

ক্রাইমবার্তা ডেক্সরিপোর্টঃ   চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার থেকে ১০ টার মধ্যে এ ঘটনাগুলো ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার সালাহউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩১)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সিইপিজেড (চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) মোড়ে লরিচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
নিহত ২ ব্যক্তির মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০)। তবে প্রাথমিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে সিইপিজেড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে থেমে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।
নিহত ট্রাকচালকের নাম মাহেন্দ্র সরকার (৪৫)। সে গাজীপুরের কালিয়াকৈরের কাঠালতলী এলাকার মৃত পরিমল সরকারের ছেলে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, আজ সকালে উপজেলার সরাতৈল এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক থেমে ছিল। পেছন থেকে এসে আরেকটি ধাক্কা সেটিকে দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের চালক মাহেন্দ্র সরকারের মৃত্যু হয়।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।