শেখ আমিনুর হোসেন ::সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটি ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা আঞ্চলিক পরিবহন কমিটি, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মঞ্জুরুল করিম, জুডিশিয়াল মুন্সীখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার সজল মোল্লা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: (অ:দা:) মোঃ নাসিরুল আরিফিন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ মোমিন হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি প্রবীর কুমার মৃধা, সিভিল সার্জনের প্রতিনিধি জগদীশ চন্দ্র হাওলাদার, সাতক্ষীরা চেম্বার অফ কমার্স এর পরিচালক জিএম মনিরুল ইসলাম মিনি, জেলা মিনিবাস বাস ও মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা মিনিবাস বাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাবেক সভাপতি সাইফুল করিম সাবু, জেলা মিনিবাস বাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান ও জেলা নিরাপদ সড়ক চাই কমিটির প্রতিনিধি মোঃ রফিকুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আবু জামাল, অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক মোঃ আব্দুল গাফফার। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা শহর হবে জানজট মুক্ত, ফুটপাত থাকবে পথচারীদের দখলে, লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজ পত্র বিহীন বাস নামলেই জরিমানা জেল এবং জব্দ হবে, রুটপারমিটবিহীন সকল যানবাহন জব্দ করা হবে এবং শাস্তি প্রদান করা হবে, সকল প্রকার ইঞ্জিন চালিত ভ্যান শহরে প্রবেশ করলেই জব্দ করা হবে, ফুটপাতে ইট বালু কাঠ সিমেন্ট রড বাঁশ পন্য সামগ্রী রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, লেগুনা মাহেন্দ্র চলবে শহরের শেষ প্রান্ত থেকে ফিডার রোডে। এছাড়াও সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে এবং আগামী তিন মাস মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক ৫৯৬টি ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল করবে এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারবে না, কোন মোটরযান কোন অবস্থায় খুলনা রোড মোড়ে অবস্থান পারবে না, কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মিনিবাস, বাস ছাড়ার পর সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ রুটের মিনিবাস, বাস সঙ্গীতা মোড়, সাতক্ষীরা থেকে আশাশুনি রুটের মিনিবাস, বাস পৌরসভার দিঘীর পাড়ে, সাতক্ষীরা থেকে খুলনা রুটের মিনিবাস, বাস নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা থেকে যশোর রুটের মিনিবাস, বাস কদমতলা বাজারে তিন মিনিট থামতে পারবে, মোটরযানে কোন অবস্থায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করতে পারবে না এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটি ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …