সাতক্ষীরা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ॥ সরকার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বসত ঘর নির্মান করছে

ক্রাইমবার্তা রিপোটঃ    মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। দেশের জনগন উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আ’লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে জয়ী করেছেন। আগামীতে উপজেলা পরিষদ ও পৌর সভা নির্বাচনে এমনি ভাবে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। দেশে স্বাধীনতা বিরোধী শক্তিরা এদেশে যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তিনি আরো বলেন স্বাধীনতার পর বিএনপি জামাত দীর্ঘ দিন রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু তারা দেশে কোন উন্নয়ন করতে পারেনি। নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিয়েছে। শেখ হাসিনার সরকার বছরের শুরুতে সম্পুর্ণ বিনামূল্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দিচ্ছে। যেটি পৃথিবীর অন্য কোন দেশে নজির নেই। তিনি আরো বলেন সরকার ভূমিহীন ছিন্নমুল মানুষের বসতঘর নির্মাণ করছে। আর্থিক অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৫ লক্ষ টাকা ব্যায়ে বসত ঘর নির্মাণ করবে। দেশের ৬৫ বয়সের উর্দ্ধে সকল নাগরিক, মুক্তিযোদ্ধা ও এক বছরের কম শিশুদের বিনামূল্যে শতভাগ চিকিৎসা প্রদান করবে। আগামী ২৬শে মার্চ এর পূর্বে সকল মুক্তিযোদ্ধাদের পরিচয় পত্র প্রদান করা হবে। যেটি পাবলিক পরিবহন এবং সরকারী বেসরকারী অফিসে সেবা পেতে সহযোগিতা করবে। কোন মুক্তিযোদ্ধা মারা গেলে তার দাফনের জন্য পূর্বের অর্থ বাতিল করে নূন্যতম দশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। যা গার্ড অব অনার প্রদানের পূর্বেই স্থানীয় প্রশাসন তার পরিবারের কাছে প্রদান করবে। তিনি আরো বলেন ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পূর্তি ও ২০২১ সালে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তি জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকবে। প্রধানমন্ত্রী নাগরিকের মৌলিক চাহিদা পূরনের মাধ্যমে একটি শোষন মুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তৎকালিন পাকিস্তান সরকার আমাদেরকে শুধু শোষন নির্যাতন ও নায্য দাবি হতে বঞ্চিত করেছেন। ধর্মের দোহায় দিয়ে কাউকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। সাতক্ষীরায় অগ্রাধিকার ভিত্তিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ সকল বদ্ধ ভূমি সংরক্ষন করা হবে। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের অহংকার গর্ব। তাদের সম্মান কোন ভাবে ক্ষুন্ন হতে দেওয়া যাবে না। কোন অমুক্তিযোদ্ধা যেন মুক্তিযোদ্ধার পরিচয় না দেয় সেটি সকলকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করা সরকারের প্রধান লক্ষ্য। গতকাল বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা তিন আসনের সংসদ সদস্য ডা: আ,ফ,ম রুহুল হক, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, চার আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আ’লীগের সভাপতি প্রাক্তন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. মইনুল হক আনসার, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান লাকী। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ আশাশুনি, দেবহাটা, কলারোয়া, শ্যামনগর, তালা, ও কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।