ক্রাইমবার্তা রিপোর্টঃ দ্রুতগামী ট্রলির চাপায় মোজাহার আলী কারিকর (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামের মৃত শামালী কারিকরের পুত্র। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, মোজাহার আলী কারিকর গত বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী মোড়ে রাস্তার ধারে হোটেলের সামনে দাড়িয়ে ছিল। এসময় ভাড়াশিমলা হতে নলতা আরোহী দ্রুতগামী ট্রলি চালক নলতার পাশ্ববর্তী বেজোরাটি গ্রামের গফফার হোসেনের পুত্র সাদ্দাম হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহার কারিকরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার বাদ যোহর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …