ক্রাইমবার্তা রিপোর্টঃ আককাজ :: সাতক্ষীরায় ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটি ১৪ দলের উদ্যোগে ফুল, ক্রেস্ট ও সুরের মূর্ছনায় সাতক্ষীরার চার সারথী সংসদ সদস্যবৃন্দের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে জেলা শিল্পকলা একাডেমি
মিলনায়তনে ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটি ১৪ দলের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। এসময় সংবর্ধিত সংসদ সদস্যরা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দূর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এ উন্নয়নের অগ্রযাত্রায় সাতক্ষীরার চার এমপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ যেন বাঁধাগ্রস্থ করতে না পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।’
সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশের ওয়ার্র্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,
বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তরিকুল ইসলাম ও ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, মহিলা
ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশিসহ ১৪ দলের নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপÍর সম্পাদক শেখ হারুন উর রশিদ।