আ.লীগের প্রার্থী বাছাই নিয়ে সাতক্ষীরায় ফের হাঙ্গামা, ৫ নেতাসহ আহত ৩০

আকবর হোসেন: তালা   সাতক্ষীরা : একদিন না যেতেই সাতক্ষীরার তালা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য প্রার্থী বাছাই নিয়ে আজ রোববার ফের হাঙ্গামা হয়েছে। সম্ভাব্য দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, চেয়ার ছোঁড়াছুড়ি এবং কিল-ঘুষির মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন- তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার উদ্দিন ও তাঁর ভাই সরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান, তালা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, তালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি এবং শিমুলসহ অন্যান্যরা।
শনিবারের ঘোষণা অনুযায়ী আজ রোববার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেলা ১১টায় দলের বর্ধিত সভা বসে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ। তিনি জানান, চেয়ারম্যান পদে আমরা তিনটি নাম সিলেকশন দিয়ে বিষয়টির নিষ্পত্তি করেছি। তবে ভাইস চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয় হাঙ্গামা। এই পদে ছয় প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ইখতিয়ার উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মসিয়ার রহমানের সমর্থকরা মুখোমুখি হলে শুরু হয়ে যায় তুলকালাম। তাঁরা দুই ইউপি চেয়ারম্যানের সমর্থক। তাঁদের কার নাম প্রথমে লিখে কেন্দ্রে পাঠানো হবে, তা নিয়ে শুরু হয়ে যায় হৈ হুল্লোড়, চেয়ার নিয়ে মারপিট, ভাঙচুর ও  কিল ঘুষি। তুমুল হট্টগোলের মধ্যে মারপিট শুরু হলে পুলিশ তাদের ধাওয়া করে, শুরু হয় লাঠিচার্জ। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই আজকের সভাও ভণ্ডুল হয়ে যায়।
উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আজকের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। সবকিছু ভোটে ছেড়ে দিলে এসব ঘটনা ঘটতো না। তিনি বলেন, সিদ্ধান্তহীনতার মধ্যেই শেষ হয়েছে আজকের সভা।
এর আগে গতকাল শনিবার উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নে দলের হাই কমান্ডের কাছে পাঠানোর জন্য প্রার্থী বাছাই ভোটাভুটির মাধ্যমে হবে কি হবে না এই বিতর্কের জেরে  তালার কাউন্সিল অধিবেশন ভণ্ডুল হয়ে গেলে জেলা নেতারা তৃণমূলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। টানা চার ঘণ্টা তাঁরা নিজেদের গাড়িতে অবরুদ্ধ হয়ে থাকেন।
রোববার ভোটাভুটি হবে, এমন ঘোষণা দেয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।