শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরে বড় হুজুর নামে খ্যাত মাওঃ আমীর হোসাইন (১০৫) বার্ধক্য জমিন কারনে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। গত ২৬ জানুয়ারী দিন গত রাত সাড়ে চারটার দিকে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ৫ পুত্র, ৫ কণ্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। গত ২৭ শে জানুয়ারী আছর নামাজের পর শ্রীফলকাটি মাদ্রাসা প্রাঙ্গনে তাকে দাফন করা হয়। এ সময় বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তার ছাত্র, ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশা জীবির হাজার হাজার মুসল্লী তার জানাযায় শরীক হয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য শ্যামনগরের শ্রীফলকাটি আজিজিয়া হাফিজিয়া কাছেমুল উলুম(কওমিয়া) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আলহাজ্ব মাওঃ আমীর হোসাইন সকলের নিকট শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত ছিলেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …