হোটেল ম্যানেজমেন্ট-এ উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠন বিষয়ক সাতক্ষীরা প্রেসক্লাবে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোটঃ   সাতক্ষীরা : ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ঢাকার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে ‘‘সেমিনার ও ক্যারিয়ার কাউসেলিং বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রতিষ্ঠানটির চেয়াম্যান ও সিইও আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য তুলে ধরেন। এখানে ছাত্র-ছাত্রীদের হসপিটাললিটি সেক্টরে দেশ ও বিদেশে ক্যারিয়ার গঠনের অফুরান্ত সুযোগের কথা আলোচনা করা হয়। এছাড়াও ইে প্রতিষ্ঠানের মাধ্যমে বিগত ১২ বছারে আটশত ছাত্র-ছাত্রীকে যে ভাবে চাকুরী দেওয়া হয়েছে এবং বিদেশে ক্রেডিট ট্রান্সফার করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে সে সম্পর্কে ছাত্র-ছাত্রীদেরকে অবহিত করা হয়। ছাত্র-ছাত্রীরা হোটেল ট্যুরিজম সেক্টরে কিভাবে নিজেদের সুপ্রতিষ্টিত করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ও পরামর্শ দেওয়া হয়। সেমিনারে সাতক্ষীরা সরকারী কলেজ, দিবা নৈশ কলেজ, পিএন হাইস্কুল এন্ড কলেজ এবং সাতক্ষীরা সিটি কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।

Please follow and like us:

Check Also

তালায় বৃষ্টির জন্য এস্তেষ্কার নামাজ আদায়

কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।