সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন: ৪২ টি কেন্দ্রে পরীক্ষার্থী-২৬৯৬২ জন

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে।

সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও  যশোর বোর্ডের অধীনে এসএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা   অনুষ্ঠতি হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

এবছর সাতক্ষীরা জেলায় মোট ৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৯ শত ৬২ জন। এর মধ্যে ২৪ টি কেন্দ্রের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৪ জন, দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭শত ৫১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শত ৯৭জন।

সাতক্ষীরা সদর উপজেলা :

এসএস পরীক্ষায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৯ জন, সাতক্ষীরা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ১৭ জন, নবারুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮শত ৮০ জন, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৩৪ জন। এসএসসি (ভোকেশনাল) সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শত ১১ জন। দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা১ হাজার ২শত ৬৮ জন।

কলারোয়া উপজেলা :

কলারোয়া জি, কে, এম, কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৩ জন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ৭৩ জন, খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ৭০ জন, কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯শত ১৭ জন। এসএসসি (ভোকেশনাল) কলারোয়া জি, কে, এম, কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৩৫ জন। দাখিল পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ২৪ জন।

তালা উপজেলা :

এসএসসি পরীক্ষায় তালা সরকারি বি, দে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪শত ৯৯ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৭৬ জন, খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৮২ জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৩৫জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ শত ৭৪জন। দাখিল পরীক্ষায় তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ৫২ জন, পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ১৯ জন।

আশাশুনি উপজেলা :

এসএসসি পরীক্ষায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮২ জন, দরগাপুর এস,কে, আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ১৩ জন, বুধহাটা বি, বি, এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৫৬ জন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ১৫ জন। দাখিল পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শত ৪০ জন, গুনাকরকাটি আজিজিয়া খাইরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শত ৩৩ জন।

কালিগঞ্জ উপজেলা :

এসএসসি পরীক্ষায় কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬ শত ৫৭ জন, নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ৪৪ জন, চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৮১ জন। এসএসসি (ভোকেশনাল) কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শত ৬৫ জন। দাখিল পরীক্ষায় কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ৩৩ জন, নলতা মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শত ৭১ জন।

দেবহাটা উপজেলা :

এসএসসি পরীক্ষায় দেবহাটা সরকারি বি, বি, এম, পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৯৩ জন, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৯৫ জন। এসএসসি (ভোকেশনাল) আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯৭ জন। দাখিল পরীক্ষায় সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শত ৮৮ জন।

শ্যামনগর উপজেলা :

নকিপুর সরকারি এইচ, সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শত ১০ জন, নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯শত ৬৬ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৭৭ জন। এসএসসি (ভোকেশনাল) নকিপুর পাইলট মাধ্যমিক বালিবা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন। দাখিল পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রিয় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ৭ জন, নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ১৬ জন।

ফৌঃ কাঃ বিধির ১৪৪ ধারা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। জেলা ও উপজেলা পর্যায়ের সকল পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পুলিশ ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত হবে। পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তাকারী শিক্ষক/ কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী সাথে সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রের গেটে অবশ্যই পরীক্ষার্থীদের তল্লাসী করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। যে সকল শিক্ষক- কর্মচারীর সন্তান পরীক্ষায় অংশ গ্রহণ করবে সে সমস্ত শিক্ষক কর্মচারী ইনভিজিলেটর হিসেবে সেই কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এক কিলোমিটারের মধ্যে সকল ফটোষ্ট্যাট মেশিন পরীক্ষা চলাকালিন সময়ে বন্ধ রাখতে হবে এবং কেন্দ্রে কেন্দ্র সচিবগণ ব্যতিত কেউ মোবাইল ফোন ব্যহার করতে পারবে না। নকলমুক্ত পরিবেশ রক্ষায় সহযোগিতা প্রদানের লক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টীম থাকবে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের পাশে মাইক ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে আধাঘন্টা আগে কেন্দ্রে পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়াও পরীক্ষা চলাকালে কোচিং সেন্টারসমূহ বন্ধ রাখতে হবে।

এ বিষয় সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত সব ধরনের প্রস্তুতি সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।