স্টাফ রিপোর্টার : আজ বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভোট ডাকাতি ও প্রহসনের নির্বাচন অভিযোগ করে দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে প্রদানের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এ কর্মসূচি পালন করবে। এছাড়া নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের একই দাবিতে আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানি করবে ঐক্যফ্রন্ট।
এদিকে আজকের কালো ব্যাজ ধারণ এবং ২৪ ফেব্রুয়ারি গণশুনানি কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আহবান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকালও রাজধানীর পুরনো পল্টন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মসূচি বাস্তবায়নে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কর্মসূচিতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও দেশের সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর আহ্বায়ক আবদুস সালাম বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য বুধবারের কালো ব্যঅজ ধারণ কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। তবে তিনি কর্মসূচি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধকার আশঙ্কা করছেন বলে জানান। তিনি আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি কবে কোথায় হবে তা ঐক্যফ্রন্টের স্টেয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …