রাতে সিল মারা ঠেকাতে সকালে ব্যালট, ভোট পেছাবে ১ ঘণ্টা

ক্রাইমর্বাতা রিপোট:   ঢাকা: ভোটের আগের রাতে সিল মারা ঠেকাতে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগের দিনের পরিবর্তে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এজন্য এক ঘণ্টা পিছিয়ে ভোটগ্রহণ শুরু করা হবে সকাল ৯টায়।

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে সোমবার (১৮ মার্চ) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের অনিয়মগুলো দূর করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য আমরা ভোটের সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যেসব কেন্দ্র খুব কাছাকাছি সেসব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আমরা একটি সিদ্ধান্ত এরকমভাবে গ্রহণ করেছি, আসন্ন যে পৌরসভায় নির্বাচনগুলো হবে সেগুলোতে ব্যালট পেপার সকালে পাঠাবো। এজন্য সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টা ভোটগ্রহণ শুরু হবে।’

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সকালে প্রশ্নপত্র পাঠানো সম্ভব হলে, সেখানে অবশ্যই সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব।’

ইলেট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, ‘ইভিএম একটি নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার করা যায় না। সকাল ৮টার আগে এটি ওপেন করার কোনো সুযোগ নেই। আমরা যদি ভোট সকাল ৯টায় শুরু করি, এর আগে ইভিএম ব্যবহারের সুযোগ নেই। আসন্ন পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহারের চিন্তাভাবনা আছে। সকালেই প্রিজাইডিং কর্মকর্তা সব উপকরণ নিয়ে কেন্দ্রে যাবেন।’

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।