গাঁজা চাষ করেন যুবলীগ নেতা

ক্রাইমবার্তা রিপোটঃ       পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলায় গাঁজা গাছ চাষের অভিযোগে শাহআলম হাওলাদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে শাহআলম হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতার শাহআলম হাওলাদার কেশবপুর গ্রামের বাসিন্দা মৃত মোকলেসুর রহমান হাওলাদারের ছেলে।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি শাহআলম হাওলাদারকে গ্রফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করছেন। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার শাহআলম হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Check Also

সাতক্ষীরা ৩ আসনের ডাক্তার শহীদুল আলমের গণসংযোগ

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।