সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের ০৩ দিন মেয়াদী সমাপনি অনুষ্ঠান

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টি,টি,সি) পরিচালিত সাতক্ষীরা জেলা হতে বিদেশগামী কর্মীদের ০৩ দিন মেয়াদী প্রাক-বহির্গমন প্রশিক্ষণের ৯২ তম ব্যাচের (১৩-১৫ এপ্রিল, ২০১৯) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজলো পরিষদের টানা ২য় বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জননেতা জনাব আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মো. আবু সুফিয়ান সজল, সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. গাউস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক জনাব মো. আব্দুল্লাহ সরদার, সহ-সম্পাদক জনাব মো. ওলিয়ার রহমান মুকুল, লাবসা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব মো. তৌহিদুজ্জামান তোতা প্রমুখ। প্রধান অতিথি আলোচনার শুরুতে বর্তমান সরকারের সময়ে সাতক্ষীরা জেলায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অন্যতম সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) -র কথা উল্লেখ করেন। এই প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরায় স্থাপিত হওয়ার ফলে জেলার বিদেশগামী পুরুষ-মহিলা কর্মীগণ তাঁদের নিজ জেলা থেকেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন। যে প্রশিক্ষণ নিতে সাতক্ষীরা জেলার বিদেশগামী কর্মীদের এতদিন খুলনা/ঢাকা যেতে হতো। বিদেশে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার বিষয়ের উপর প্রধান অতিথি গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণরত বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, গন্তব্য দেশে গিয়ে সে দেশের নিয়ম-কানুন মেনে চলা সহ বাংলাদেশের ভাবমুর্তি রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মুছাব্বেরুজ্জামান।

প্রেস রিলিজ

 

 

Check Also

উপদেষ্টারা যে যাই বলুক, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।