অনিয়ম ও র্দুণিতির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৯ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

ক্রাইমবার্তা রিপোটঃ  সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা। কিন্ত গত ৯ মাসের লক্ষ্যমাত্রা অনুযায়ী এখনও ৩৬ কোটি ৩৯ লাখ টাকা ঘাটতি রয়েছে।
তবে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় ২০৪ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব আদায় বেশি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সূত্রটি আরো জানায়, গত অর্থবছর জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে রাজস্ব আদায় হয়েছিলো ৬৬২ কোটি ৯ লাখ টাকা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৯ মাসে এ বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিলো ৯০৩ কোটি ৭২ লাখ টাকা। এরমধ্যে জুলাইয়ে ৬৪ কোটি ৮৬ লাখ, আগষ্টে ৮৪ কোটি ৮৭ লাখ, সেপ্টেম্বরে ৫৮ কোটি ৬১ লাখ টাকা, অক্টবর মাসে ৮০ কোটি ৬২, নভেম্বরে ১১১ কোটি ৫ লাখ, ডিসেম্বরে ১১৭ কোটি ২৭ লাখ, জানুয়ারীতে ১১৬ কোটি ৭৬ লাখ, ফেব্রুয়ারীতে ১৩৭ কোটি ৫৮ লাখ এবং মার্চে ১৩২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
সুত্রটি আরো জানায়, এ লক্ষ্য সামনে রেখে গত ৯ মাসে এ বন্দর থেকে রাজস্ব আদায় করেছে ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা। এরমধ্যে জুলাইয়ে ৪৭ কোটি ৬৪ লাখ, ৯৪ হাজার ১২৭, আগষ্টে ৬০ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৭০৩, সেপ্টেম্বরে ৮৮ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ২৭৩ টাকা,অক্টবরে ৮৫ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৬৬০, নভেম্বরে ১০৮ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৬৭ কোটি ৩৩ ,জানুয়ারীতে ১৪০ কোটি ৪৩ লাখ, ৯৭ কোটি ৫৩ লাখ এবং মার্চে ১১৭ কোটি ৫৮ লাখ টাকা।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী এসোসিয়শনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থলবন্দর অনেক সম্ভাবনাময় হলেও পন্য আমদানিতে নানা বৈষম্যের শিকার। পুর্ণাঙ্গ বন্দর হওয়ার পরও সকল পন্য আমদানি করতে পারে না এখানকার ব্যবসায়ীরা। ফলে অল-আইটেম পন্য আমদানির সুযোগ দিলে সরকারের রাজস্ব যেমন বাড়বে তেমনি ভোমরা বন্দরে ব্যবসা বানিজ্যেও আরো প্রসার ঘটবে।

ভোমরা শুল্ক স্টেশনের কাস্টম্স বিভাগীয় সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, গত ৯ মাসের লক্ষ্য অনুযায়ী এখনো ৩৬ কোটি টাকার উপরে রাজস্ব ঘাতটি রয়েছে। তেমন কোনো প্রতিবন্ধকতা দেখা না দিলে আশা করা হচ্ছে বাকি ৩ মাসে অর্থবছরের লক্ষ্য অর্জিত হবে।

Please follow and like us:

Check Also

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

২০২৫ সালে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।