নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

ক্রাইমর্বাতা রিপোট:   নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালনা মোড়ে মহাদেবপুর-নজিপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৮), গোলাম রসুলের ছেলে রোহানী (১৮) এবং দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন (১৭)।

নিহত তিন জনই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার কালুশহর থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার বিজয়পুরের দিকে আসছিলেন। পথে অজ্ঞাত বাহনের সঙ্গে ধাক্কা লেগে কালনা মোড়ে রাস্তার নিচে তারা পড়ে থাকে। ঘটনাস্থলেই রোহানী ও শরিফ উদ্দিন মারা যান।

ওসি আরও জানান, স্থানীয়রা সাগরকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। নিহতদের মোটরসাইকেলের সঙ্গে কোন বাহনের সংঘর্ষ ঘটে তা এখনও জানা যায়নি।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।