সাতক্ষীরা সংবাদদাতাঃ
ঢাকাস্থ দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাতক্ষীরা ৪ (শ্যামনগর ও আংশিক কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। মামলাটির দুই নম্বর বিবাদি করা হয়েছে সংশ্লিষ্ট পত্রিকার রিপোর্টার উৎপল দাস।
বৃহস্পতিবার সাতক্ষীরার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মামলাটি দাখিল করা হয়। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোকলেছুর রহমান শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে জবাব দাখিলের জন্য সমন জারির নির্দেশ দেন। আগামী ২৫ জুলাই মামলাটির পরবর্তী ধার্য তারিখ নির্ধারন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার বাদি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার তার আরজিতে উল্লেখ করেন যে, তার বিরুদ্ধে কিছু অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক রিপোর্ট তৈরি করে তা দৈনিক ভোরের পাতায় ১৬ জুন, ১৭ জুন ও ১৯ জুন প্রকাশ করা হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক মানহানি হয়েছে। তিনি এর আইনগত প্রতিকাররের পাশাপাশি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। বাদির পক্ষে মামলাটি দাখিল করেন এড. কুন্ডু তপন কুমার।