সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা:   সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ৩জন মাদক ব্যবসায়ী বাইপাস সড়ক দিয়ে ফেন্সিডিল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইস্রাফিল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযানে নামেন। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা ৩ টি বস্তা ফেলে পালিয়ে যায়।

এসময় পুলিশ ওই বস্তা থেকে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে । তবে পালাতক মাদক ব্যবসায়ীদের মধ্যে আলীপুর মাঝেরপাড়া এলাকার মৃত মোকছেদ গাজীর ছেলে হাফিজুর রহমান, আলীপুর কর্মকার পাড়ার মনি কর্মকারের ছেলে শম্ভুকর্মকার ও একজন অজ্ঞতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে জানাগেছে।

Check Also

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।