ক্রাইমর্বাতা রিপোট:সাতক্ষীরা: তালায় শুক্রবার (২৮ জুন) দুপুর ২ ঘটিকার দিকে এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী পুষ্প রাণী দাশ(৪০)। উপজেলার ইসলামকাটি গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ ।
পারিবারিক সূত্র জানায়, পুষ্প রাণী দাশ ২০ জুন বিকেলে বাড়ী থেকে বেরিয়ে আর ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে তার ছেলে মহাদেব ২২ জুন তালা থানায় একটি সাধারণ ডায়েরী করে। ২৮ জুন শুক্রবার দুপুর ২ টার দিকে স্থানীয় বারাতের বিলের কেচমত দপ্তরীর পাটক্ষেত থেকে ব্যাপক গন্ধ আসতে থাকলে স্থানীয়রা তালা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে পুষ্পরাণীর বিব্রস্ত গলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ শেষে হত্যা করে কেউ সেখানে ফেলে রেখেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, খবর পেয়ে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে পুষ্প রাণীর গলিত লাশ উদ্ধার করেছে। পুষ্পরাণী দুই ছেলে ও ১ কণ্যা সন্তানের জননী।।
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …