সাতক্ষীরার এফডিসিতে জোয়ার আসর : ২২ জনের সাজা

স্টাফ রিপোর্টার ::

দিন দুপুরে জুয়া খেলতে গিয়ে হাতে নাতে ধরা খেলো সাতক্ষীরার ২২ জুয়াড়ি। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে র‌্যাবের একটি দল সাতক্ষীরা শহরের ব্যস্ততম লাবনী মোড় এলাকার ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাব থেকে তাদের আটক করে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা, বিপুল পরিমান তাস এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে ।

ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আবদুস সেলিম, আলিয়ার রহমান, ইয়ারুল খাঁ, সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, মো. দেলোয়ার সরদার, হান্নান গাজি, মো. মাসুম, কামরুল ইসলাম, ফরহাদ হোসেন, শফিকুল ইসলাম, মো. জালালউদ্দিন, মইনুল ইসলাম, লিয়াকত হোসেন, সালামত আলি, রবিউল ইসলাম, মো. আলি হায়দার, মো. রাশেদুল মোড়ল, আল আমিন, আবদুর রহমানসহ ২২ জন।

তবে এই জুয়ার আসর থেকে কৌশলে পালিয়ে গেছেন শহরের কুখ্যাত জুয়াড়ি হিসেবে পরিচিত জেলা শ্রমিক লীগের এক শীর্ষ নেতা ও তার সহযোগী ভোমরার সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ শহরের নামিদামি কয়েক জন ব্যক্তি। অভিযানের সময় পালিয়ে গিয়ে তারা একটি কক্ষে বসে সিগারেট ফুঁকছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা আরো জানান, আটকৃতদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। তবে কৌশলে কেউ পালিয়ে গেছে কি-না তা তার জানা নেই।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।