ইব্রাহিম খলিল,সাতক্ষীরা: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’র সাতক্ষীরার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা কেটো ব্রীজ সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মী সম্মেলনে সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ আল কাফী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলিম সরদার, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সদর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, পৌর ৮নং ওয়ার্ড শাখার সভাপতি সাংবাদিক মাসুদ আলী প্রমুখ। কর্মী সভায় সর্বসম্মতিক্রমে মো. শফিকুল ইসলামকে আহবায়ক ও শেখ আসিফ সালমানকে সদস্য সচিব করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’র ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যুগ্ম আহবায়ক মো. ফিরোজ সরদার, শেখ রাসেল, শেখ শাহারিয়ার, সদস্য সাইফুল সরদার, রাকিবুল ইসলাম, আমিরুল সরদার, মেহেদী, শাওন, আবির হাসান, আজিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আহসান হাবীব স¤্রাট।
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …