আকবর হোসেন,তালাঃ তালা সদর ইউনিয়নে স্থানীয় যুব কমিটির আয়োজনে মধ্য আটারই ফুরকানিয়া বয়স্ক মহিলা কোরআন শিক্ষা কেন্দ্রে বয়স্ক মহিলাদের পবিত্র কোরআন শিক্ষা প্রদান করা হচ্ছে । বর্তমানে ১৩৬জন বয়স্ক মহিলারা উক্ত কোরআন শিক্ষা কেন্দ্রে পবিত্র কোরআন শিক্ষা গ্রহন করছেন ।
স্থানীয় মধ্য আটারই ফুরকানিয়া বয়স্ক মহিলা কোরআন শিক্ষা কেন্দ্রের যুব কমিটি নিজেস্ব উদ্দেগে এবং সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে এই কোরআন শিক্ষা প্রদান করা হচ্ছে । এই যুবকমিটির সভাপতি মধ্য আটারই গ্রামের হক গাজীর পুত্র মোঃ জিল্লুর রহমান একই গ্রামের ওহাব গাজীর পুত্র জিয়াউর রহমান-সেক্রেটারী,মফিজ উদ্দিনের পুত্র রবিউল ইসলাম-সহ-সভাপতি এবং ক্যাশিয়ার মামুনুর রশিদসহ কমিটির সকল নেতৃবৃন্দ অত্যান্ত সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছে । প্রতিদিন বিকাল ৩.০০ ঘটিকা হতে ৫.০০ ঘটিকা পর্যন্ত উক্ত কোরআন শিক্ষা প্রদান করা হচ্ছে । ২জন শিক্ষক সার্বক্ষনিক ভাবে স্বল্পসময়ে যাতে পবিত্র কোরআন শিক্ষা গ্রহন করতে পারে সেই ব্যাপরে সবাইকে নিয়মিত কোরআন শিক্ষা দিচ্ছেন । গত ১২ জুলাই তালা উপজেলার তালা রির্পোটাসক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন জেলা পরিষদ হতে ১লক্ষ টাকা দেওয়ার ঘোষনা দেন ।
যুব কমিটির সভাপতি মোঃ জিল্লুর রহমান ও সেক্রেটারী জিয়াউর রহমান বলেন,পরকালের কথা চিন্তা করে বয়স্ক মহিলাদের এ পবিত্র কোরআন শিক্ষা দেয়া হচ্ছে । আমরা সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে নিজেস্ব উদ্দেগে এ কাজ করে যাচ্ছি । তারা আরও বলেন,এই কোরআন শিক্ষা কেন্দ্রে সকল এলাকার বয়স্করা কোরআন শিক্ষতে পারবেন । সবাইকে এ ব্যাপারে সাহায্য করার জন্য আকুল আবেদন জানিয়েছেন ।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …